Joymonirhat 3.99

5 star(s) from 1 votes
Joymonirhat, Bhurungamari, Kurigram.
Rangpur,
Bangladesh

About Joymonirhat

Joymonirhat Joymonirhat is one of the popular place listed under Public Places in Rangpur , Region in Rangpur ,

Contact Details & Working Hours

Details

জয়মনিরহাট ইউনিয়নের ইতিহাসঃ

জয়মনিরহাট ইউনিয়ন কুড়িগ্রাম জেলার অন্তর্গত ভূরুঙ্গামারী উপজেলার একটি ইউনিয়ন। শিক্ষা,সংস্কৃতির দিক দিয়ে অনেকে এগিয়ে। এখানে দুইটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়,দুইটি মাদরাসা,দশটি প্রাথমিক বিদ্যালয়, একটি টেকনিকেল কলেজ, উপানুষ্ঠানিক শিক্ষা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে । লোক সংখ্যা প্রায় ১৬ হাজার। মোট লোক সংখ্যার প্রায় অর্ধেক নারী। কথিত আছে, হিন্দু এক জমিদার কন্যার নাম ছিল জয়মনি। তার নাম অনুসারে জয়মানরহাট নাম করন করা হয়।এখানে অনেক গুনিজন রয়েছে। জয়মনিরহাটের মানুষ অত্যান্ত শান্তি প্রিয়।

অন্তর্ভূক্ত গ্রাম সমূহঃ

১. শিংঝাড়
২. ছোট খাটামারী
৩. বড় খাটামারী
৪. আইকুমারী ভাতী


প্রখ্যাত ব্যক্তিত্বঃ

১. মরহুম নাপিত পীর সাহেব- আল্লাহর সেবক
২. মরহুম মহির উদ্দিন- সমাজ সেবক,জয়মনিরহাট হাই স্কুল প্রতিষ্ঠাতা
৩. মরহুম আলহাজ আঃ গফুর - সমাজ সেবক, সাবেক চেয়ারম্যান
৪. মোঃ আব্দুস সামাদ - সমাজ সেবক, সাবেক চেয়ারম্যান
৫. মোঃ শাহজাহান শিরাজ - সমাজ সেবক,সাবেক চেয়ারম্যান
৬. মোঃ রফিকুল ইসলাম - সমাজ সেবক, সাবেক চেয়ারম্যান
৭. মরহুম কাজী সাহেব - আল্লাহ ভক্ত
৮. মোঃ গোলাম রব্বানী তালুকদার - সমাজ সেবক - সাবেক চেয়ারম্যান
৯. মোঃ আঃ ওয়াদুদ- সমাজ সেবক - চেয়ারম্যান
১০. মোঃ আলেফ উদ্দিন- সরকারী কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম।
১১. মোঃ আজিম উদ্দিন - প্রধান শিক্ষক এবং বিশিষ্টি মুক্তি যোদ্ধা
১২. শহিদ লেঃ সামাদ - বীর মুক্তি যোদ্ধা

এছাড়াও অনেকেই আছে.......


ভাষাওসংস্কৃতিঃ

ভাষাঃ জয়মনিরহাটইউনিয়ন বাসিদের ভাষা বাংলা। তবে গ্রামের মানুষ আঞ্চলিকভাষায় কথা বলে এখানকার ভাষার আঞ্চলিকতা ২ ধরনের যথা- রংপুরিয়া, ও ভাটিরঅঞ্চলের ।

সংস্কৃতিঃ সংস্কৃতির দিক থেকে জয়মনিরহাটইউনিয়নের অনেক খ্যাতি আছে।প্রতি বছর পহেলা বৈশাখ,১৬ ডিসেম্বর, ২৬মার্চ,২১শে ফেব্রুয়ারী, অন্যান্যধর্মীও অনুষ্ঠান বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে উদযাপিত হয়। এই ইউনিয়ননের শিল্প গোষ্ঠি দেশ বিদেশে অনেক সুনাম অর্জন করছেন।

দর্শনীয় স্থানঃ
জয়মনিরহাট বাজার থেকে পায়ে হেটে একটু পুর্ব দিকে গেলে জমিদার বাড়ি।

Map of Joymonirhat

Updates from Joymonirhat

Reviews of Joymonirhat

   Loading comments-box...