Brahmanbaria Govt. College 3.46

Brahmanbaaria
Brahmanbaria, 3400
Bangladesh

About Brahmanbaria Govt. College

Brahmanbaria Govt. College Brahmanbaria Govt. College is one of the popular place listed under College & University in Brahmanbaria ,

Contact Details & Working Hours

Details

সংক্ষিপ্ত ইতিহাসঃ

উপমহাদেশের এক সময়ের সাংস্কৃতিক রাজধানী খ্যাত তিতাস বিধৌত অঞ্চলে জন্ম গ্রহণ করেছেন বহু জ্ঞানী – গুনী কবি , সাহিত্যিক, লেখক, রাজনীতিবিদ ও সুর সাধক । এদের মধ্যে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব বিপবী উল্যাস কর দও। ছান্দসিক প্রবোধ চন্দ্র সেন অদ্বৈত মল্ল বর্ম, ব্যারিষ্টার এ রসুল , ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দও, বুদ্ধির মুক্তি আন্দোলনের কবি আব্দুল কাদির সহ আরো অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব।

ঐতিহ্যবাহী ব্রাহ্মাণবাড়িয়া জেলা প্রাচীনতম কলেজগুলোর মধ্যে ব্রাহ্মাণবাড়িয়া সরকারি কলেজ অন্যতম । ১৯৪৮ সালে শহরের কতিপয় বিদ্যানুরাগী ব্যক্তির উদ্যোগে মহকুমা শহর ব্রাহ্মাণবাড়িয়ায় যে বেসরকারি কলেজটি প্রতিষ্ঠা করেন তা ১৯৭৯ সালে সরকারিকরণের মাধ্যমে আজকের ব্রাহ্মাণবাড়িয়া সরকারি কলেজ । কলেজটি যাঁদের শুভ উদ্যোগের কাছে চিরঋণী তাঁরা হলেন মরহুম আজিজুর রহমান মোলা, মরহুম খান বাহাদুর শহীদুল হক, মরহুম আবদুল রউফ বি.এল, মরহুম আবদুল কাদির মুন্সী, মরহুম আব্দুল হামিদ ভূঞা ও মরহুম গাজীউর রহমান ।

Map of Brahmanbaria Govt. College

Updates from Brahmanbaria Govt. College

Reviews of Brahmanbaria Govt. College

   Loading comments-box...