Beautiful Dinajpur 5.92

4.6 star(s) from 549 votes
dinajpur, rangpur, Bangladesh
Dinajpur, 5200
Bangladesh

About Beautiful Dinajpur

Contact Details & Working Hours

Details

দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর গুচ্ছ গুচ্ছ লিচু বাগানের জেলা দিনাজপুর। উত্তর-দক্ষিণে লম্বালম্বিভাবে বিস্তৃত এ জেলার উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড়, দক্ষিণে গাইবান্ধা ও জয়পুরহাট, পূর্বে নীলফামারী ও রংপুর জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। লোকশ্রুতি অনুযায়ী, জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তাঁর নামানুসারেই রাজবাড়ীতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। ব্রিটিশরা এ অঞ্চল জয়ের পর ঘোড়াঘাট সরকার বাতিল করে একটি নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে তার নামকরণ করে দিনাজপুর। বাংলাদেশের সবচেয়ে পুরনো শহরগুলোর একটি দিনাজপুর। রংপুর বিভাগের বৃহত্তম অন্নপূর্ণা এ জেলা উত্তরবঙ্গের শস্যভান্ডার হিসেবে পরিচিত। পর্যটনের দিক দিয়েও দিনাজপুর এক আদর্শ জেলা। এখানে রয়েছে কান্তজিউ মন্দির, রামসাগর দিঘি, সীতাকোট বিহার, নয়াবাদ ও সুরা মসজিদ এবং স্বপ্নপুরীর মতো দর্শনীয় স্থান।

Map of Beautiful Dinajpur

Updates from Beautiful Dinajpur

Reviews of Beautiful Dinajpur

   Loading comments-box...